হিউম্যানিটি ওয়ার্ড ওয়াইড ফাউন্ডেশন’র শতাধিক পরিবারে খাদ্য বিতরণ

শীত যাচ্ছে যাচ্ছে ভাব। কিন্তু অভাবী মানুষগুলো কেমন আছে আমরা কি ভেবে দেখেছি? গরীব-অসহায়, ভিক্ষুক, বয়স্ক মানুষগুলো শীতে যেমন কষ্ট পাচ্ছিল ঠিক তেমনি আবার কাজ করতে না পারায় খাবার সংকটেও ছিলো তারা।
এমন অবস্থায় “হিউম্যানিটি ওয়ার্ড ওয়াইড ফাউন্ডেশন” এর সহযোগিতায় নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বয়স্ক প্রায় শতাধিক পরিবারের মাঝে ৭দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় খাদ্য সামগ্রী নিতে আসা বয়স্ক মানুষগুলো অনেক খুশি হয়ে বলেন, “এ সময়ে তাদের এই খাদ্য সামগ্রী অনেক উপকারে আসবে।”
খাদ্য সামগ্রী বিতরণে বিতরণ সহযোগী হিসেবে ছিল নওগাঁর স্থানীয় সামাজিক সংগঠন “VOICE-ভয়েস”। ভয়েস সংগঠনের প্রতিষ্ঠাতা মামুনুর রেজা বলেন, “করোনার লকডাউনের সময় থেকে আমরা মানুষের পাশে আছি এবং যেকোন বিপদে আমরা সব-সময় মানুষের পাশে থাকতে চাই।”
এছাড়াও তিনি বিশেষ কৃতঙ্গতা প্রকাশ করেন “হিউম্যানিটি ওয়ার্ড ওয়াইড ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা রাশেদ মুজিব নোমান’র প্রতি।
নব যুগান্তর /এসএম /এনএস