সেনাবাহিনীর হাতে আটক অংসান সু চি

-
মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও দেশটির ক্ষমতাসীন দল ন্যশনাল ডেমোক্রেসি (এনএলডি) এর নেত্রী অংসান সু চি কে আটক করেছে সেনাবাহিনী।
১ ফেব্রুয়ারী সোমবার ভোরে সেনাবাহিনীর অভিযানে আটক করা হয় তাকে সেইসাথে বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করেছে বলে জানা যায় বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে।এবং দলের মায়ো নিউনতের মাধ্যমে জানা যায় রাষ্ট্রপতি উইন মিনত এবং অন্যান্য শীর্ষ নেতাদের সোমবার ভোরে আটক করা হয়েছে।একথা তিনি রয়টার্সকে জানিয়েছেন।
Advertisementsউত্তেজিত না হয়ে আইনানুযায়ী প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন তিনি জনগণকে।
গত বছর নির্বাচনে সু চির দল এনএলডি নিরঙ্কুশ বিজয় লাভ করে।কিন্তু সে নির্বাচনে দূর্নীতি হয়েছে বলে দাবি করে সেনাবাহিনী।ঐ নির্বাচনে বেশ কিছু অঞ্চলের ভোটারদের ভোট প্রদান থেকে বঞ্চিত করা হয় বলে সমালোচনার আওয়াজ পাওয়া যায় মানবাধিকার গোষ্ঠী থেকে।সেনাবাহিনী সমর্থনকারী বিরোধী দল দাবি করেন ৮.৬ মিলিয়ন ভোট জালিয়াতি করেছে দলটি। এবং অবশেষে সেই জালিয়াতির সূত্র ধরেই সেনাবাহিনী আটক করেছে অংসান সু চি সহ দলের শীর্ষ নেতাদের।
নবযুগান্তর /এমটিডি