আজ বৃহস্পতিবার | ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই রজব, ১৪৪২ হিজরি | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | বসন্তকাল
বিজ্ঞপ্তি
 • সারাদেশে সংবাদদাতা ও বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান- nobojugantor@gmail.com
আক্রান্ত

৫৪৪,৫৪৪

সুস্থ

৪৯৩,৭৯৮

মৃত্যু

৮,৩৭৯

 • জেলা সমূহের তথ্য
 • ব্রাহ্মণবাড়িয়া ২,৭১৪
 • বরগুনা ১,০০৮
 • বগুড়া ৯,২৪০
 • চুয়াডাঙ্গা ১,৬১৯
 • ঢাকা ১৫০,৬২৯
 • দিনাজপুর ৪,২৯৫
 • ফেনী ২,১৮০
 • গাইবান্ধা ১,৪০৩
 • গাজীপুর ৬,৬৯৪
 • হবিগঞ্জ ১,৯৩৪
 • যশোর ৪,৫৪২
 • ঝালকাঠি ৮০৪
 • ঝিনাইদহ ২,২৪৫
 • জয়পুরহাট ১,২৫০
 • কুষ্টিয়া ৩,৭০৭
 • লক্ষ্মীপুর ২,২৮৩
 • মাদারিপুর ১,৫৯৯
 • মাগুরা ১,০৩২
 • মানিকগঞ্জ ১,৭১৩
 • মেহেরপুর ৭৩৯
 • মুন্সিগঞ্জ ৪,২৫১
 • নওগাঁ ১,৪৯৯
 • নারায়ণগঞ্জ ৮,২৯০
 • নরসিংদী ২,৭০১
 • নাটোর ১,১৬২
 • চাঁপাইনবাবগঞ্জ ৮১১
 • নীলফামারী ১,২৮০
 • পঞ্চগড় ৭৫৩
 • রাজবাড়ী ৩,৩৫২
 • রাঙামাটি ১,০৯৮
 • রংপুর ৩,৮০৩
 • শরিয়তপুর ১,৮৫৪
 • শেরপুর ৫৪২
 • সিরাজগঞ্জ ২,৪৮৯
 • সিলেট ৮,৮৩৭
 • বান্দরবান ৮৭১
 • কুমিল্লা ৮,৮০৩
 • নেত্রকোণা ৮১৭
 • ঠাকুরগাঁও ১,৪৪২
 • বাগেরহাট ১,০৩২
 • কিশোরগঞ্জ ৩,৩৪১
 • বরিশাল ৪,৫৭১
 • চট্টগ্রাম ২৮,১১২
 • ভোলা ৯২৬
 • চাঁদপুর ২,৬০০
 • কক্সবাজার ৫,৬০৮
 • ফরিদপুর ৭,৯৮১
 • গোপালগঞ্জ ২,৯২৯
 • জামালপুর ১,৭৫৩
 • খাগড়াছড়ি ৭৭৩
 • খুলনা ৭,০২৭
 • নড়াইল ১,৫১১
 • কুড়িগ্রাম ৯৮৭
 • মৌলভীবাজার ১,৮৫৪
 • লালমনিরহাট ৯৪২
 • ময়মনসিংহ ৪,২৭৮
 • নোয়াখালী ৫,৪৫৫
 • পাবনা ১,৫৪৪
 • টাঙ্গাইল ৩,৬০১
 • পটুয়াখালী ১,৬৬০
 • পিরোজপুর ১,১৪৪
 • সাতক্ষীরা ১,১৪৭
 • সুনামগঞ্জ ২,৪৯৫
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট
সোস্যাল মিডিয়া

সাকিবের পূজা উদ্বোধন নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

সদ্যই আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ধীরে ধীরে ক্রিকেটের মাঠে ফিরছেন সাকিব আল হাসান। অনেক ব্যস্ততার মধ্যেও কলকাতায় গিয়ে কালীপূজা উদ্বোধন করলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ এই অলরাউন্ডার। এতেই ক্ষেপেছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি তার ফেসবুক ওয়ালে সাকিবকে ইঙ্গিত করে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি ‘নব যুগান্তর’র পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-

ধর্মীয় সম্প্রীতি বা সহাবস্থান মানে এই নয় যে অন্যধর্মের শিরকি কার্যকলাপে অংশগ্রহণ অথবা তাদের পূজা পর্বনের উদ্বোধন করা। ইসলামে ধর্মীয় সম্প্রীতি বলতে— আপনার অমুসলিম প্রতিবেশীর সঙ্গে সদাচারণ, তাদের সাথে প্রয়োজনীয় হালাল ব্যবসায়িক লেনদেন, ক্রয়বিক্রয়, সামাজিক সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং বিপদে কিংবা দুর্যোগে মানবিক সহায়তা প্রদান ইত্যাদিকে বুঝায়।

Advertisements

তাছাড়া বাধ্যতামূলকভাবে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে যাদের এফিলিয়েটেড থাকতে হয়, তাদের আলাপ ভিন্ন। যেমন: পরিদর্শন বা খোঁজখবর নিতে জনপ্রতিনিধি, নিরাপত্তার জন্য আইশৃংখলা বাহিনী, মিডিয়া কাভারেজের জন্য গণমাধ্যম কর্মীরা তাদের দায়িত্বপালন ও পেশাদারিত্বের খাতিরে উপস্থিত থাকতে পারে তবে অবশ্যই উপভোগের মানসে নয়। কিন্তু স্বেচ্ছায় বিধর্মীদের এসব শিরকি অনুষ্ঠানে অংশগ্রহণ— কোন মুসলিমের জন্য কখনো বৈধ হতে পারে না।

ওমর আল ফারুক (রা:) বলতেন: “তোমরা কাফির-মুশরিকদের উপাসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করো না। কারণ সেই সময় তাদের ওপর আল্লাহর গযব নাযিল হতে থাকে।” [মুসান্নাফ আব্দুররাজ্জাক]

Advertisements

মুসলিম কেউ পূজা উদ্বোধন করার মানে হলো— এক আল্লাহ ব্যতীত কল্পিত দেব দেবীর উপাসনাকে সমর্থন দেয়া। যেটা ইসলামের মৌলিক প্রাণসত্ত্বাকে নষ্ট করে। ইসলামের প্রাণসত্ত্বাকে বিসর্জন দিয়ে সুশীল সাজতে গেলে যে আপনার ইমানটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়, সেটা কি আমরা ভুলে যাচ্ছি? আসলে, সুশীলতারও একটা মাত্রা বা সীমারেখা আছে। কতটুকু করতে হয়, কতটুকু বলতে হয় এটাও জানতে হয়।

অমুসলিম কাউকে এনে যেমনি আমাদের কোন মসজিদ উদ্বোধন শোভনীয় নয়, ঠিক তেমনি, মুসলিম হয়ে অমুসলিমদের শিরকি প্রোগ্রাম উদ্বোধন করতে যাওয়াটাও অত্যন্ত দৃষ্টিকটু এবং সরাসরি নিজ ইমান বা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক।

আমরা কি আত্মপরিচয় সংকটে দোদুল্যমান? ইসলামের স্বতন্ত্রতা বা স্বকীয়তা ধারণ করতে হীনমন্যতায় ভুগছি? ইসলাম নিয়ে গৌরববোধ করতে লজ্জা পাচ্ছি? যদি এমন হয়, তবে আফসোস আমাদের জন্য! রাব্বে কারিম যে ইসলামকে আমাদের দ্বীন বানিয়ে সন্তুষ্ট হলেন, সে ইসলামে আমরা সন্তুষ্ট হতে পারলামনা।

ওমর আল ফারুক (রা:) বলতেন: “আমরা এমন একটি জাতিগোস্ঠী, যাদেরকে আল্লাহ তায়ালা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। এখন এই ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোথাও আমরা সম্মান তালাশ করি, তবে তিনি আমাদের অপমানিত করে ছাড়বেন।” [মুসতাদরাক হাকিম]

আল্লাহ তায়ালা ইরশাদ করেন: “হে ঈমানদারগণ! মুমিনদের বাদ দিয়ে কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমরা কি নিজেদের বিরুদ্ধে আল্লাহর কাছে নিজেদের পাপের সুস্পষ্ট প্রমান তুলে দিতে চাও?” [সূরা নিসা: ১৪৪]

“তোমার কাছে এবং পূর্ববর্তী সমস্ত নবির কাছে এই ওহি পাঠানো হয়েছে যে, যদি তুমি শির্‌কে লিপ্ত হও তাহলে তোমার সকল আমল ব্যর্থ ও নিষ্ফল হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।” [সূরা ঝুমার: ৬৫]

নব যুগান্তর /এসএম /এনএস 

বিষয়

*** 'নব যুগান্তর' সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আপনার ব্যক্তিত্ব প্রকাশ করে এবং এটা আইনত দণ্ডনীয় অপরাধ ***

এই বিভাগের আরো খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close