সব পরীক্ষা স্থগিত করলো ডুয়েট

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এর সকল পরীক্ষা বাতিল করে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে ডুয়েট কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি- ২০২১) সকাল ১০ টা হতে দীর্ঘ বৈঠকের পর এ সিদ্ধান্ত জানায় ডুয়েট কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আগামী ২৪/০২/২০২১ খ্রি. তারিখ হতে অনুষ্ঠেয় আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের চলতি সেমিস্টারের পরীক্ষা সমূহ এবং আগামী ২৩/০২/২০২১ খ্রি. তারিখ হতে অনুষ্ঠেয় পোস্টগ্রাজুয়েট প্রোগ্রামের চলতি সেমিস্টারের পরীক্ষাসমূহ ও অন্যান্য সকল ধরনের একাডেমিক পরীক্ষা স্থগিত করা হলো।
পরবর্তী সেমিস্টারের ক্লাস সমূহ আগামী ২৮/০২/২০২১ খ্রি তারিখ থেকে অনলাইন ভিত্তিতে চালু হবে। আগামী ১৭ই মে- ২০২১ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের হল সমূহ খুলে দেয়া হবে এবং আগামী ২৪শে মে- ২০২১ তারিখ থেকে শ্রেণিকক্ষে সরাসরি শিক্ষা কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, পূর্বের রুটিন অনুযায়ী আগামী ৩রা মার্চ ২০২১ তারিখ থেকে চলতি সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
নব যুগান্তর /এসএম /এনএস