রামগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের শুভ উদ্বোধন

লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি- ২০২১) বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের শুভ উদ্বোধন করেন।উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধূরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা, উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুমায়ুন রশিদ, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃআনোয়ার হোসেন।
অনুষ্ঠানটি সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসন এবং ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর আয়োজনে রামগঞ্জ শিশু পার্ক ওয়াপদা বেড়ী বাঁধ হয়ে পদ্মা বাজার এবং পুনরায় শিশু পার্কে এসে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
নব যুগান্তর /এসএম /এনএস