রামগঞ্জে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ সোমবার (০১ মার্চ- ২০২১) জাতীয় বীমা দিবস। সারা দেশে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ২য় দিবস। সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দাঃ) মোহাম্মদ মাছুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেন চৌধূরী।বিশেষ অতিথি ছিলেন- রামগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
সোমবার সকাল সাড়ে নয়টায় প্রথমে র্যালীটি রামগঞ্জ পৌরসভা থেকে যাত্রা হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বীমার উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দায়িত্বশীল ভূমিকা ছিলো ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন প্রদক্ষেপের কথা তুলে ধরেন। এবং সবাইকে জীবনের ঝুঁকি এড়াতে বীমা করার পরামর্শ দেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিভিন্ন বীমা কোম্পানির অফিস ইনচার্জ, মাঠ কর্মীসহ গ্রাহকবৃন্দ।
নব যুগান্তর /এমএইচ