
রাজশাহীর চারঘাটে মাছ চুরির অভিযোগে তুষার (১৩) নামের এক শিশুকে গাছে বেঁধে অমানুষিক নির্যাতনের অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০২ এপ্রিল- ২০২১) দুপুর ২টার দিকে উপজেলার মেরামাতপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ নির্যাতনের ঘটনা ঘটে।
এরপর পুলিশ শুক্রবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মেরামতপুর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে সেনা সদস্য জহির উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। শনিবার (০৩ এপ্রিল- ২০২১) দুপুরের দিকে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওই কিশোরের বাবা বলেন, চুরির অপবাদ দিয়ে আমার ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। অন্য কেউ তার পুকুরে মাছ চুরি করতে পারে, আমার ছেলে পুকুরে গোসল করতে গিয়েছিল। তবুও তাকে মারধর করা হয়েছে। সে এখন হাসপাতালে আছে।
তিনি দাবি করেন, তার ছেলে তাকে জানিয়েছেন যে জহিরুল তার পায়ুপথে মাছ ঢুকিয়ে দিয়েছিলেন। পুলিশ অবশ্য বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
এবিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গত শুক্রবার দুপুরের দিকে উপজেলার মেরামতপুর গ্রামের ছহির উদ্দিনের শিশু পুত্র অষ্টম শ্রেণির ছাত্র তুষার আহম্মেদ বন্ধুদের সঙ্গে প্রতিবেশী সাবেক সেনাসদস্য জহুরুল ইসলাম জহিরের পুকুরে গোসল করতে যায়।
এ সময় তুষারসহ আরো কয়েকজন শিশুকে মাছ চুরির অভিযোগ তুলে ধাওয়া করে ওই সাবেক সেনা সদস্য। একপর্যায়ে শিশু তুষারকে ধরে পুকুর পাড়ে গাছের সাথে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত ও জখম করে। পরে সংবাদ পেয়ে তুষারের আত্মীয় স্বজনসহ প্রতিবেশীরা গিয়ে আহত অবস্থায় তুষারকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় আহত তুষারের বাবা ছহির উদ্দিন বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে মেরামতপুর নিজ বাড়ী থেকে সাবেক সেনা সদস্য জহির উদ্দিনকে আটক করে। শনিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত সেনা সদস্যের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন তুষারের পরিবারসহ এলাকাবাসী। এদিকে, শিশুটিকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে।
নব যুগান্তর /এসএম