মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কুইজ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আজ রবিবার বিকেল ৩.৫০ মিনিটে লক্ষ্মীপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে কুইজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির লক্ষ্মীপুর জেলা সভাপতি ও জেলা কৃষকলীগ নেতা এম. হাফিজ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন- সংস্থাটির জেলা সাধারন সম্পাদক মাছুম কবির হাওলাদার, জেলা যুগ্ন সাধারন সম্পাদক মাহতাব হোসেন ভূঁইয়া, জেলা সমাজ কল্যান সম্পাদক মোঃ শাহজাহান ভূঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ বাঙ্গালী, চন্দ্রগঞ্জ উপজেলা সভাপতি এম সাব্বির আহমেদ, কমলনগর উপজেলা সভাপতি হাজী মোঃ শাহজাহান।
বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি ভাষা চর্চার আহ্বান জানান।কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। ১ম বিজয়ী সুমাইয়া ভূঁইয়া, ২য় বিজয়ী সাকিব আল হাসান, ৩য় বিজয়ী নাসমিন জামান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মোঃ লোকমান হোসেন, সাইফুল ইসলাম তপন, অধ্যাপক গিয়াস উদ্দিন, কাজী মহিউদ্দিন মইন প্রমুখ।
নব যুগান্তর /এসএম /এনএস