ভাষা শহীদের প্রতি মাভাবিপ্রবি ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
রবিবার (২১ ফেব্রুয়ারি- ২০২১) রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, আবাসিক হল, বিভাগ, মাওলানা ভাসানী রিসার্স সেন্টার, আইসিটি সেল, আইকিউএসি, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, ভাসানী পরিষদ, তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি, ডিবেটিং সোসাইটি এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল ও ছাত্রলীগ নেতা মানিক শীল জানান, ভাষা দিবসে তাদের অঙ্গীকার বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে যেন তাদের রাজনৈতিক জীবনের পথ চলতে পারে এবং ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, সেই সাথে সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা আসলাম হোসাইন সহ অনান্যরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে ১ মিনিট নীরবতা পালন ও ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
নব যুগান্তর /এসএম /এনএস