
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দক্ষিণ উত্তর মেন্দা মোল্লা পাড়া ২৭.৫ শতাংশ জমি দখল করতে ভয়-ভীতি ও হুমকি দেওয়াতে থানায় অভিযোগ দেওয়া হয়েছে ৫ নং ওয়ার্ড কমিশনার হাজী মোঃ ফরিদসহ ৪ জনের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি- ২০২১) ভাঙ্গুড়া থানায় এ অভিযোগ দায়ের করেন উত্তর মেন্দার মোঃ মধু সরকার পিতাঃ আনিস সরকার গ্রামঃ দক্ষিণ মেন্দা মোল্লা পাড়া। অপর ৩ আসামি হলেন- ২। মুরাদ পিতাঃ মৃত নয়শের ৩। নয়ন ও ৪। সুমি উভয় পিতাঃ হাজী মোঃ ফরিদ কে আসামী করে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
মধু সরকার জানান, দক্ষিণ মেন্দা মোল্লাপাড়া, পৈত্তিক সুত্রে মেন্দা মৌজায় এসএ দাগ নং-২৯৫০, জমির পরিমাণ – শতাংশের কাতে ২৭.৫ শতক সম্পত্তি খাজনা খারিজ পরিশোধ করে দীর্ঘ দিন ধরে ভোগ দখল করে আসছি। এদিকে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী ফরিদ সহ মুরাদ, নয়ন, সুমি তাদের সহযোগীতায় ওই জমি দখল নিতে বিভিন্ন সময় মধু সরকারকে ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছেন।
এরই ধারাবাহিকতায় গত ১১ ফেব্রুয়ারি ২০২১ইং বৃহস্পতিবার বিকালে ৫ টার দিকে কাউন্সিলর হাজী মোঃ ফরিদ, মুরাদ, নয়ন, সূমী ওই জমিতে প্রবেশ করে জমি চাষ করে গেমা ঘাস বুনতে শুরু করে। খবর পেয়ে জমির মালিক মধু সরকার বাধা দিতে গেলে তাকে মারপিট খুন, জখম করবে বলে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে।
এ বিষয়ে পরবর্তিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গের কাছে জানিয়ে আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে ভাঙ্গুড়া থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
ভাঙ্গুড়া থানার উপ-পরির্দশক মোঃ মোদাচ্ছের আলী অভিযোগের বিষয়ে সতত্যা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
নব যুগান্তর /এসএম /এনএস