বুবলীর থ্যাংকস নোটে নেই সাকিব!

একসময়ের সংবাদ পাঠিকা থেকে চলচিত্র জগতে এসে বেশ আলোচনায় আসেন শবনম বুবলী। তার চলচিত্র জগতে আসা অবশ্য সুপারস্টার নায়ক শাকিব খানের হাত ধরে। এরমধ্যে বেশ কয়েকটি সিনেমায় সারা জাগানিয়া অভিনয়ও করেছেন বুবলি।
তবে, অনেকেই শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদের কারণ হিসেবে তার দিকেই আঙ্গুল তুলেন। সর্বশেষ নায়ক নিরবের সঙ্গে জুটিবদ্ধ হয়ে ‘ক্যাসিনো’ সিনেমাতে অভিনয় করেছিলেন বুবলী। খুব গোপনে শেষ হয়েছিল ওই সিনেমার কাজ।
‘ক্যাসিনো’ সিনেমার শুটিং-ডাবিং শেষ করে আড়ালে চলে যান শবনম বুবলী। বেশ লম্বা সময় আড়ালে থাকার পর আবারো দেখা দিলেন এই নায়িকা। এখন বেশ সরব সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিয়মিত নতুন নতুন ছবি পোস্ট করছেন ফেসবুকে।
শাকিব খান ও শবনম বুবলী দীর্ঘ এক বছর পর দুজনের প্রকাশ্যে দেখাদেখি, অন্তত মিডিয়া তা-ই জানে। কিন্তু সারাক্ষণ যেন অদৃশ্য এক বাধার দেয়াল দুজনের দূরত্ব বাড়িয়ে রাখলো! অথচ দু’জনের রসায়ন সরাসরি দেখার জন্য মিডিয়ার উপচেপড়া ভিড় ছিল এই করোনাকালেও।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি- ২০২১) সন্ধ্যায় তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তারা দুজনই যেন দাঁড়িয়ে থাকলেন নিরাপদ দূরত্বে। প্রযোজক আরটিভির সিইও আশিক রহমানের দু’পাশে বসে ছবি প্রসঙ্গে কথা বললেন তারা। মুখে কেউ কারও নামটিও উচ্চারণ করলেন না।
বুবলী বলেন, ‘এই সময়ে এসে বেঙ্গল মাল্টিমিডিয়া এমন একটা উদ্যোগ নিয়েছে, তাদের সাধুবাদ দেওয়া উচিত।’ ছবির পরিচালক-প্রযোজকদের ধন্যবাদ জানাতেও ভুল করলেন না। শুধু তার থ্যাংকস নোটে আসেনি শাকিব খানের নাম।
একই ঘটনা শাকিব খানের ক্ষেত্রেও। সম্প্রতি ১০০ ছবির ঘোষণা নিয়ে তিনি কথা বলেন। কিন্তু কোথাও বুবলীর নাম নেননি।
একটু পেছেন ফিরে তাকালে দেখা যায় এক সময় তারা দুজন দুজনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। কিন্তু এখন দৃশ্য ভিন্ন। চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে শাকিব-বুবলীর সম্পর্কে নাকি ফাটল দেখা দিয়েছে। যার কিছুটা সত্যতা অবশ্য আয়োজিত অনুষ্ঠান থেকে আচ করা গেছে। তবে সব গুঞ্জনের সত্যতা পেতে হয়তো আরো অপেক্ষা করতে হবে দর্শকদের।
নব যুগান্তর /এসএম /এনএস