বহিষ্কারের পর নতুন স্ট্যাটাসে যে কথা স্মরণ করালেন ছাত্রলীগ নেতা রবিন

ভাস্কর্য নিয়ে স্ট্যাটাস দেওয়ায় বহিস্কৃত ছাত্রলীগ নেতা খালেদ খান রবিনকে বহিষ্কারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া তার আরো একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে। যে স্ট্যাটাসে খালেদ খান রবিন মনে করিয়ে দিয়েছেন, রাজনীতির গোলামী করতে করতে আমরা নিজেদের জাত পরিচয়ই ভুলে গেছি।
নব যুগান্তর এর পাঠকদের জন্য খালেদ খান রবিন এর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- “রাজনীতির গোলামী করতে করতে আমরা নিজেদের জাত পরিচয়ই ভুলে গেছি। দিনশেষে ঐ হুজুর রাই আপনাদের জানাজার নাম পড়াবে, আপনার জন্য মাফ চাবে…….. আফসোস।”
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাস্কর্য নিয়ে স্ট্যাটাস দেওয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক খালেদ খান রবিনকে স্থায়ী বহিষ্কার করে ছাত্রলীগ!
ছাত্রলীগের পক্ষ্য থেকে জানানো হয়, সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় খালেদ খান রবিন (ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।
নব যুগান্তর /এসএম /এনএস