নোরা ফাতেহির জন্মদিন পালন করলেন তার ভক্ত পাবনার ছেলে সুপ্ত নির

বলিউডের ডান্স কুইন নামে পরিচিত। অভিনয় করেছেন হিন্দি, তেলেগু, মালায়ালাম এবং তামিল ভাষার ছবিতেও। বলিউডের “দিলবার” গানের পুনঃনির্মাণ সংস্করণে দেখা গিয়েছিল তাকে। যা প্রকাশের প্রথম ২৪ ঘন্টার মধ্যে ইউটিউবে ২১ মিলিয়ন ভিউ ছাড়িয়েছিল। এটি ভারতের প্রথম হিন্দি গান যেটি এতোটা পরিমাণ ভিউ হয়েছিলো।
আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। হ্যাঁ তিনি হলেন- বিখ্যাত নৃত্যশিল্পী নোরা ফাতেহি। এই কানাডিয়ান নৃত্যশিল্পী একাধারে মডেল, অভিনেত্রী, গায়ক এবং প্রযোজক। অবশ্য তিনি ভারতীয় চলচ্চিত্র জগতে তার কাজের জন্য সবচেয়ে বেশি পরিচিত। নোরা ফাতেহি ১৯৯২ সালের ৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
আমি নোরা ম্যামের ডান্সের অনেক বড় ভক্ত। তাই এখন সামান্য একটা কেক কেটে জন্মদিন সেলিব্রিট করছি, কিন্ত আমার ইচ্ছা একদিন অনেক বড় করে নোরা ম্যামের জন্মদিন তার সাথে সেলিব্রিট করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া রাখবেন।
উপরের কথাগুলো বলেছেন পাবনার উদিয়মান নৃত্যশিল্পী সুপ্ত নির। ১৯ বছর বয়সী সুপ্ত স্বপ্ন দেখে ওয়ার্ল্ডের টপ ১০ জনের মধ্যে একজন নৃত্যশিল্পী হওয়া। সেই সাথে বাংলাদেশের সব ছেলে মেয়েকে ফ্রিতে নৃত্য শেখানো। সেই সাথে স্টার প্লাসের জনপ্রিয় রিয়েলেটি শো- ডান্স প্লাসে অডিশন দেওয়া।
সুপ্ত বর্তমানে পাবনার সরকারি শহিদ বুলবুল কলেজে লেখাপড়া করছে। সুপ্তর ইচ্ছা নিজের প্রতিভা দিয়ে গরীব, অসহায় মানুষের পাশে দাড়ানো। সুপ্তর প্রিয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি। আর সে ইন্সপায়ার হন- ইন্ডিয়ান বিখ্যাত নৃত্যশিল্পী (ধারমেষ স্যার), শাহরুখ খান।
নব যুগান্তর /এসএম /এনএস