
নাটোরে এক ভূঁয়া ম্যাজিষ্ট্রেট ও চার মানবাধিকার কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা নিজেদের আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থার কর্মী পরিচয় দিয়ে প্রতারণার সময় শহরের মেমোরি ডায়াগনোষ্টিক সেন্টার থেকে তাদেরক আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২০ ফেব্রুয়ারি- ২০২১) দুপুরে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি নিজেকে ম্যাজিষ্ট্রেট ও তার চার সহযোগী আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থার কর্মী পরিচয় দিয়ে শহরের মেমোরি ডায়াগনোষ্টিক সেন্টারে এসে অভিযান শুরু করেন।
তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় ডায়াগনোষ্টিক সেন্টারের মালিক হাবিবুর রহমান প্রথমে বিষয়টি তাদের এসোসিয়েশন নেতৃবৃন্দকে এবং পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাদের আটক করে।
আটককৃত আরিফুর রহমান ঝালকাঠির নলছিটি থানার রায়পুরা গ্রামের আফসার আলীর ছেলে, মনিরুজ্জামান মুন্সিগঞ্জ সদরের গনকপাড়ার হুরমুজ আলীর ছেলে, মাহবুব আলম খান ঢাকার পূর্ব রামপুরার আব্দুল হাই খানের ছেলে, সিরাজুল ইসলাম খুলনা জেলার কোতয়ালী এলাকার আজিুজল ইসলামের ছেলে ও আতিকুর রহমান একই জেলার খানজাহান এলাকার হাসিম উদ্দিনের ছেলে।
আটককৃতরা নিজেদের ঐ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার শীর্ষ কর্মকর্তা বলে পরিচয় দিয়েছেন। আটককৃতরা আগের দিন জেলার লালপুর উপজেলার গোপালপুরে অপর একটি ডায়াগনোষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে টাকা আদায় করেছে বলে পুলিশ জানিয়েছে।
নাটোর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন জানান, আটককৃতরা নিজেদের ম্যাজিষ্ট্রেট ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ডিটেক্টিভ নিউজ সোসাইটি এর শীর্ষ কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে প্রতারনা করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে প্রতারনা করে অর্থ আদায়ের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নব যুগান্তর /এসএম /এনএস