নাগরাজারামপুর যুব সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার নাগরাজারামপুরে নাগরাজারামপুর নব জাগরণ যুব সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কর্মসূচি। দুইদিন ব্যাপী হওয়া এই কর্মসূচির আজকে প্রথম দিন। আজ রবিবার (১১ জানুয়ারি- ২০২১) সকাল ৮টা থেকে শুরু করে বেলা ১১টা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
নাগরাজারামপুর যুব সংগঠনের সভাপতি এস.এম.রাশেদের সভাপতিত্বে এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রামগঞ্জ মেডিকা স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আব্দুল্লাহ আল মাঈদ। ডাঃ আব্দুল্লাহ আল মাঈদ ফ্রি ক্যাম্পের প্রথম দিনে প্রায় শতাধিক রোগী দেখেন।

উক্ত ফ্রি ক্যাম্পে চিকিৎসা সেবা দেওয়া ছাড়াও ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে বিনামূল্যে। এছারাও চিকিৎসা নেয়া রোগীদের জন্য মেডিকা স্পেশালাইজড হসপিটালে প্যাথলজি টেষ্টে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন হসপিটালটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আব্দুল্লাহ আল মাঈদ।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে নাগরাজারামপুর নব জাগরণ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- মেডিকা স্পেশালাইজড হসপিটালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
নব যুগান্তর /এসএম /এনএস