দিঘীরপাড় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের শুভ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র দুগার্পুর ইউনিয়নের দিঘীরপাড়ায় আজ রোববার (১৫ নভেম্বর- ২০২০) শুভ উদ্ভোধন হয়েছে। এতে সভাপতিত্ব করেন- অ্যাসিস্ট্যাট ভাইস প্রেসিডেন্ট কুমিল্লা জোনাল এইচ টি এম শামসুল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. নাসির উদ্দিন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লা শাখা। বক্তব্য দেন- মো: জাকারিয়া এসপিও ও ফরেন একচেঞ্জ ইনচার্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৩নং দুগার্পুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার হাজী মো. সেলিম মিয়া।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লা শাখার জুনিয়র অফিসার মো. কাওছার হামিদ। স্বাগত বক্তব্য দেন- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লা শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ জাফর ইকবাল। ধন্যবাদ জ্ঞাপন করেন- দিঘীরপাড় এজেন্ট ব্যাকিং কেন্দ্রের প্রোপ্রাইটর মো. আমিরুল ইসলাম।
মোনাজাত পরিচালনা করেন- দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযয়ত মাওলানা ইমাম হোসেন হামিদী।
নব যুগান্তর /এসএম /এনএস