জেনেসিস ফাউন্ডেশনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের অত্যন্ত গভীরভাবে স্মরণ করছে পৃথিবীর বাঙলা ভাষাভাষী সকল মানুষ। এই দিনটি এক বিশেষ তাৎপর্য সহকারে পালিত হচ্ছে দেশব্যাপী।
জেনেসিস ফাউন্ডেশনও দিনটি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে সকাল বেলা খালি পায়ে হেটে মিরপুর বাঙলা স্কুল এন্ড কলেজে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
এ দিনটি উদযাপন নিয়ে ফাউন্ডেশনটির প্রেসিডেন্ট সামসুল আলম রিফাত বলেন, “ ২১শে ফেব্ররুয়ারি শুধু একটি দিন নয়, এ দিনটি পুরো পৃথিবীর বাঙলা ভাষাভাষী মানুষের আবেগের নাম। আমাদের একমাত্র কামনা এটাই যে, বাঙলা ভাষা যেন সর্বস্তরেই শুদ্ধরূপে চর্চা হয়।”
তিনি বলেন, “এ উপলক্ষেই আমরা ফেব্রুয়ারি মাস জুড়ে “বাঙলা ও বাঙালি “ নামক একটি ইভেন্টের আয়োজন করেছি। অনুষ্ঠানটি আয়োজনের উদ্যেশ্যই হচ্ছে, যেন তরুণ সমাজ বাঙলা ভাষা শুদ্ধরূপে চর্চায় আরো যত্নবান হয়ে ওঠে।”
এছাড়াও, ফাউন্ডেশনটির ভাইস প্রেসিডেন্ট রাফিজ খান বলেন ,“করোনা মহামারির মধ্যেও আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে কেউ থামাতে পারেনি। এদেশের প্রতিটি মানুষই যেন ভাষা শহীদদের ত্যাগের কথা স্মরণ করে নিজেদের মধ্যে যেন একপ্রকার দেশপ্রেম জাগ্রত করতে পারে এটাই আমাদের কামনা।”
নব যুগান্তর /এসএম /এনএস