জরায়ু মুখের ক্যান্সার সচেতনতামূলক অনলাইন ক্যাম্পেইন

আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থার (IARC) নীতিমালা অনুযায়ী প্রতি বছর জানুয়ারি মাস কে পালন করা হয় আন্তর্জাতিক জরায়ু মুখের ক্যান্সার সচেতনতার মাস হিসেবে। পুরো মাসজুড়ে বিভিন্ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয় নানা সচেতনতা এবং সেবামূলক অনুষ্ঠান। তবে ২০২০-২১ সনের চালচিত্রতে আমূল পরিবর্তন এনে দিয়েছে করোনা ভাইরাস মহামারী; বদলে গেছে জীবনযাত্রা- যার ছাপ পড়েছে অনুষ্ঠান আয়োজনের ধরণধারণেও।
সেই পরিবর্তনের সাথেই তাল মিলিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজ ফর উইমেন্স এর যৌথ উদ্যোগে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটির ব্যানারে এবং ক্যান্সার এওয়ারনেস ফাউন্ডেশন অফ বাংলাদেশ- এর সহায়তায় আয়োজিত হতে যাচ্ছে জরায়ু মুখের ক্যান্সার সচেতনতামূলক অনলাইন ক্যাম্পেইন “Teal & White, Fight for Light”।
SCORA, BMSS এর কর্মসূচির আওতায় উক্ত ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ডিজিটাল পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার। যার মূল প্রতিপাদ্য ক্যান্সার সচেতনতা। এরই পাশাপাশি সংগ্রহ করা হবে অনুদান যার পূর্ণ অংশ ব্যয় করা হবে সুবিধাবঞ্চিত কিশোরীদের জরায়ু মুখ ক্যান্সারের টিকা প্রদানের কাজে।
ব্যতিক্রমী এই মহৎ উদ্যোগের অন্যতম মূল আকর্ষণ হিসেবে ২০ জানুয়ারি রাত ৮:০০ টায় আয়োজিত হতে যাচ্ছে ক্যান্সার সচেতনতা এবং আলোচনা বিষয়ক ওয়েবিনার যার মূল আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক ডাঃ আশরাফুন নেসা, চেয়ারপারসন, গাইনিকোলজিক অনকোলজি বিভাগ, বিএসএমএমিউ; ডাঃ লুবনা মরিয়ম৷ সহকারী অধ্যাপক, রেডিওথেরাপি বিভাগ, এনআইসিআরএইচ; ডাঃ মো.মাসুমুল হক, প্রতিষ্ঠাতা মহাসচিব, ক্যান্সার এওয়ারনেস ফাউন্ডেশন অফ বাংলাদেশ।
ওয়েবিনারটি সরাসরি সম্প্রচার করা হবে বিএমএসএস এর ফেসবুক পেজ থেকে। উল্লেখ্য, অনুদান সংগ্রহের লক্ষ্যে সকল মেডিকেল শিক্ষার্থী, শিক্ষক এবং ডাক্তার সহ আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করা হচ্ছে।
নব যুগান্তর /এসএম /এনএস