জননী বাংলা সাহিত্য সংসদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সাহিত্য পত্রিকা উদ্ভোধন

জামালপুরের মেলান্দহের হাজরাবাড়ী সিরাজুল হক কলেজে জননী বাংলা সাহিত্য সংসদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কেক কাটা’, ‘আলোচনা সভা’ এবং ‘জবাসাস কণ্ঠস্বর’ সাহিত্য পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১শে ফেব্রুয়ারি, ২০২১ইং), দুপুর তিনটায় হাজরাবাড়ী সিরাজুল হক কলেজ সেমিনার কক্ষে জননী বাংলা বাংলা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শাকিল আহম্মেদ এর সঞ্চালনায় মেলান্দহ রিপোর্টাস ইউনিটির সভাপতি শাহ জামালের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
সভাপতিত্ব করেন আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও জননী বাংলা সাহিত্য সংসদ এর উপদেষ্টা কবি-সাহিত্যিক ও গীতিকার ফরহাদ হোসেন।
বক্তব্য রাখেন : জননী বাংলা সাহিত্য সংসদ এর উপদেষ্টা ও হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ইংরেজি) মহসিন আলম, আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) নাসিমা আক্তার, মেলান্দহ আবাবিল ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক সাংবাদিক ফজলুল হক ফজলু, দেউলাবাড়ী সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান হাবিব, প্রকৌশল জাহিদুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ।
বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। জননী বাংলা সাহিত্য সংসদের দীর্ঘায়ু কামনা করে বলেন – জননী বাংলা সাহিত্য সংসদের মাধ্যমে বাংলা ভাষা এবং সাহিত্যের সমৃদ্ধি হোক, বিশ্ব দরবারে বাংলা ভাষা আবারও উঁচু মাথায় দাঁড়াক।
অনুষ্ঠানের প্রথম ধাপে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত গীত, কবিতা আবৃত্তি করা হয়। দ্বিতীয় ধাপে আলোচনা সভা এবং শেষ ধাপে জবাসাস কণ্ঠস্বর (জননী বাংলা সাহিত্য সংসদ কণ্ঠস্বর) সাহিত্য পত্রিকার উদ্বোধন করা হয়।
এমটিডি/নবযুগান্তর