
সুনামগঞ্জের ছাতকে বাড়ির রাস্তা নিয়ে দু’ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষে নারীসহ ১০ জন ব্যাক্তি আহত হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি- ২০২১) দুপুরে উপজেলা ইসলামপুর ইউনিয়নের কুমারদানী গ্রামে এ সংঘর্ষের ঘটনাঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ীর রাস্তা সীমানা নিয়ে কুমারদানী গ্রামের মৃত ফরমুজ আলীর পুত্র আকবর আলী ও মাহমুদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার সকালে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতা-হাতির ঘটনা ঘটে।
এ নিয়ে দুপুরে দু’পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আকবর আলী (৫০), টিপু সুলতান (১৯), নারজান বেগম (৪০), রুজিনা বেগম (১৮), রনি মিয়া (২৩) সহ অন্যান্য আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।
নব যুগান্তর /এসএইচ