চলছে জেনেসিস ফাউন্ডেশনের ‘বাংলা ও বাঙ্গালী’ প্রতিযোগিতা

ফেব্রুয়ারি মাসটি পুরো বাঙালী জাতির মনে এনে দেয় ভাষা শহীদদের আত্মত্যাগের এক আবেগময় অনুভূতি। এই মাসটি বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে এক বিশেষ অর্থ বহন করে।
তাই ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে পুরো ফেব্রুয়ারি মাসব্যাপী বাংলা ভাষা নিয়ে জেনেসিস ফাউন্ডেশন ‘বাংলা ও বাঙ্গালী’ নামের একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একজন প্রার্থীকে কয়েকটি ধাপে কিছু কাজ করতে হয়। প্রথম ধাপে, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সর্বপ্রথম মাত্র ৫০ টাকা দিয়ে বিকাশ/রকেট/নগদের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
দ্বিতীয় ধাপে, ‘মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার একাল সেকাল’ এই বিষয়ে কমপক্ষে তিন মিনিটের একটি বক্তব্য রেকর্ড করতে হবে। রেকর্ড করা ভিডিওটি জেনেসিস ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে নিজ আইডি থেকে পোস্ট করতে হবে। কেউ যদি উক্ত পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না চায় তবে বিকল্প হিসেবে প্রতিযোগীকে হুমায়ূন আজাদের ‘কতো নদী সরোবর’ বইটি সম্পূর্ণ পাঠ করে অনলাইনে সম্মানিত বিচারকদের নিকট বইটির পর্যালোচনা করতে হবে।
তৃতীয় ধাপে, দ্বিতীয় ধাপে অংশগ্রহণকৃত সকল প্রতিযোগির মধ্যে থেকে সেরাদের সেরা যারা তাদেরকে ফাইনালের জন্য নির্বাচিত করা হবে এবং ফাইনালের জন্য মনোনীত প্রতিযোগিরা দ্বিতীয় ধাপে উল্লেখিত একই একই বিষয়ে অনলাইনে বিচারকদের মুখোমুখি হয়ে ফাইনালে অংশগ্রহণ করবে। ফাইনালে অংশগ্রহণের পর চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে এবং তাদেরকে আকর্ষণীয় পুরষ্কার দেয়া হবে।
উক্ত প্রতিযোগিতা সম্পর্কে ফাউন্ডেশনটির প্রেসিডেন্ট সামসুল আলম রিফাত বলেন, “মূলত ভাষা শহীদ এবং মাতৃভাষা বাংলার প্রতি বিশেষ সম্মান জানাতেই পুরো মাসব্যাপী আমাদের এ আয়োজন।”
এছাড়াও, ফাউন্ডেশনটির ভাইস প্রেসিডেন্ট মোঃ রাফিজ খান বলেন, “এ প্রতিযোগিতার মাধ্যমে পুরো দেশব্যাপী যেন বাংলা ভাষার চর্চা শুদ্ধরূপে হয়, এটাই আমদের কাম্য।”
জেনেসিস ফাউন্ডেশন একটি অলাভজনক, অসাম্প্রদায়িক, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। পুরো দেশ জুড়ে এই ফাউন্ডেশনের রয়েছে ৬২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি, শত শত স্বেচ্ছাসেবক, সাধারণ সদস্য এবং ক্যাম্পাস প্রতিনিধি যাদের মূল উদ্দেশ্য হলো সমাজের কল্যাণ করে পৃথিবীকে ভালোবাসাময় ও মানবিক করে তোলা।
নব যুগান্তর /এসএম /এনএস