
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বিরোধী আন্দোলেনে হামলার প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ঘোড়ায় চড়ে অন্দোলনে অংশ নেয়া হেফাজত নেতা হাছান ইমামকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শুক্রবার (০২ এপ্রিল- ২০২১) রাতে নাশকতার মামলায় রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম আমতলী কবিরপুর মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হেফাজত সদস্য হাছান ইমামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন খান।
মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ প্রধান শিক্ষক হাফেজ নাজমুল ইসলাম বলেন, ঢাকা থেকে আমার এক ভাই তাকে পাঠিয়েছিলেন বেড়াতে গত দু’দিন আগে। শুক্রবার গভীর রাতে হঠাৎ তাকে ধরে নিয়ে যায় র্যাব। কেন বা কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি জানি না।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, মাদ্রাসাটির কোনো নিবন্ধন নেই। দ্রুত মাদ্রাসাটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নব যুগান্তর /এসএম