ঘনিয়া সাঈদিয়া দরবার শরীফে ৩৩তম ইসলামী মহা-সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুর ফরিদগঞ্জের ঘনিয়া সাঈদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত গতকাল সোমবার (১৫ মার্চ- ২০২১) ৩৩তম বার্ষিক ইসলামী মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসসহ বিভিন্ন বালা মসিবত থেকে রক্ষা ও মানবজাতির কল্যানে মহান রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার মুসল্লিকে সঙ্গে নিয়ে মোনাজাত পরিচালনা করেন- ঘনিয়া দরবার শরীফের হযরত পীর সাহেব হাফেজ মাওলানা মোঃ জুনায়েদুল হক নকশেবন্দী মোজাদ্দেদি (রঃ)।
এর আগে খতমে শেফা খতমে আম্বিয়াসহ হাজার দুরুদ সালাম মদীনার কামলিওয়ালার কদমে পেশ করা হয়। প্রধান ওয়াজেন হিসেবে উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি, পীরজাদা মাওলানা মোঃ নাজমুল হক নকশেবন্দি মোজাদ্দেদি, পীরজাদা হাফেজ মোঃ বজলুল হক।
ওয়াজেনগণ ইসলামের বিভিন্ন দিক ও মানবজাতীর হেদায়েতের জন্য কোরআন ও হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আবু বক্কর এর সঞ্চালনায় সার্বিক তত্বাবধানে ছিলেন- ঘনিয়া সাঈদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এম টি এম ফেরদৌস, মানুরী ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, মানুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
নব যুগান্তর /এসএম