
গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি- ২০২১) দিবাগত রাতে কুড়িগ্রাম শহরের নাজিরা ব্যাপারী পারা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের পাশে শানু ভ্যারাইটিজ ষ্টোরের পিছনের দেয়াল কেটে নগদ একলক্ষ ২৫ হাজার টাকা সহ মালামাল চুরির ঘটনা ঘটেছে।
চুরির ঘটনা প্রকাশ হলে কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশে মামলা দায়ের করে তদন্ত শুরু করে প্রযুক্তিগত সহায়তায় ২৪ ঘন্টার মধ্যে চুরির সাথে জড়িত কুড়িগ্রাম শহরের নাজিরা ব্যাপারী পারার বদিউজ্জামানের পুত্র মোঃ হারুনুর রশীদ (৩৩) কে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চোরাই কাজে ব্যবহার করা টর্চলাইট, শাবল, চাদর, ফুলপ্যান্ট সহ এগারো হাজার ১ শত চল্লিশ টাকা।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার জানান, সিসি টিভির ফুটেজ দেখে আসামী কে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের হল রুমে সাংবাদিক দের চুরির ঘটনার বর্ণনা দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন।
তিনি আরো বলেন, চুরি, ছিনতাই, মাদক সহ যে কোন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ।
নব যুগান্তর /এসএম /এনএস