আয়শা সিদ্দিকা’র কবিতা : আত্মীয়

চারিদিকে নাকি আমার হরেক আত্মীয়
কিন্তু কই আমার বিপদে পাশে এসে দাড়ায় না তো কেহ
চারিপাশে আছে কত দাদা, চাচী, ফুপি
আমার বিপদে তারা দেখি থাকে নিশ্চুপই
মাঝে মাঝে খোঁজ নিতে আসে পাড়া প্রতিবেশী
তখন বুঝি চাপা কষ্টটা বেড়ে উঠে বেশি
মন চিৎকার করে কয় কইরে আপনজন
প্রবাদ কি সত্যিই হলো,”আপন থেকে পর ভালো,পর থেকে জঙ্গল”
আপন বলতে আছে এক বাপজান
তার আবার চাকরির প্রতি বেজায় মায়াটান
ঐচ্ছিক ছুটি আছে বটে ত্রিশদিন
কিন্তু তার চিন্তায় কেবলই ওভারটাইম
পাশের বাসার চাচী কয় দে না অমুক রে কল
আমি তখন চোখের কোণায় লোকায় কিছু জল
যে মানুষগুলার দুঃখে আমি সর্বদা ছিলাম পাশে
তারাই দেখি পেছন পেছন আমার বিপদে হাসে
তবে মাগো কষ্ট নেই, জীবনসূত্র তো হলো জানা
জীবনের এই ছোট সূত্রটা “কেউ কারো না”