আতাইকুলায় ছিনতাইকালে ছাত্রলীগ নেতা সহ আটক ৩ জন : পলাতক আরও ২

পাবনা’র আতাইকুলায় একজন ব্যবসায়ীর নগদ ৫ লক্ষ ৬০ হাজার টাকা এবং ৭ লক্ষ টাকার একটি চেক ছিনতাই করার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন সহ তার দুই সঙ্গী। ১ লক্ষ ৬০ হাজার টাকা নিয়ে পলাতক আরও ২ ছিনতাইকারী।
রবিবার (১০ মে- ২০২০) আনুমানিক দুপুর আড়াইটার সময় আতাইকুলার বৃহস্পতিপুর বাজারের একটি ব্রীজের উপর এই ঘটনাটি ঘটে।
আতাইকুলা থানা সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার অন্তর্গত বৃহস্পতিপুর বাজারের গো-খাদ্য ব্যবসায়ী সিরাজুল ইসলাম সূর্য এর ছেলে মুসা তার দোকানের কর্মচারীকে সাথে নিয়ে অগ্রণী ব্যাংকের আতাইকুলা বাজার শাখায় টাকা জমা রাখতে যাচ্ছিলেন। পথিমধ্যে মানুষের ভীরে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিনসহ আরো ৪ ছিনতাইকারী বাজার সংলগ্ন ব্রীজ থেকে ব্যবসায়ী মুসা ও কর্মচারীকে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ এবং চেক ছিনিয়ে নেয়।
এ সময় ব্যবসায়ী মুসা চিৎকার করলে আশেপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করায় ব্যাগ ফেলে রেখে তারা দৌড়ে পালিয়ে যায়। তবে, সেখান থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা (প্রায়) নিয়ে যেতে সক্ষম হয় তারা।
এ বিষয়ে ছিনতাই এর স্বীকার মুসা আতাইকুলা থানায় এসে অভিযোগ করলে মুহুর্তেই থানার ওসি নাসিরুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে থানার বৃহস্পতিপুর এলাকা থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন এবং তার ছোট ভাই রানা মৃধা ও তার মামা শিপনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম জানান, “ছিনতাইয়ের অভিযোগে তাদের আটক করা হয়। ছাত্রলীগ নেতা রুহুল আমীনের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। অবশেষে তাদের হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হলাম।”
এদিকে ধারালো অস্ত্রের আঘাতে আহত ব্যবসায়ীর ছেলে মুসাকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রুহুল আমীন ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে এলাকায় অনেক অপকর্ম করে যাচ্ছিল। অবশেষে সে গ্রেফতার হওয়ায় আনন্দিত তারা এবং তার কঠোর সাজা প্রত্যাশা করেন তারা।
নব যুগান্তর /সাগর