আইপিএল ইতিহাসে অন্যন্য এক রেকর্ডের মালিক মুশফিক

আইপিএলের ১৪তম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছিলো গত ১৮ ফেব্রুয়ারি। যেখানে ১৪ বারের মতো আইপিএল নিলামে নাম দিয়েও দল পাননি টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আইপিএলের ইতিহাসে সম্ভবত সবথেকে উপেক্ষিত ক্রিকেটার বাংলাদেশের মি. ডিপেন্ডেবল।
শুরু থেকে গত ১৩টি আসরেই আইপিএল নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করিয়েছিলেন বাংলাদেশের এই তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান। তবে একবারের জন্যও তাঁকে দলে নেওয়ার কথা ভাবেনি কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি। প্রতিবার নিলামে অবিক্রিত থেকেছেন অভিজ্ঞতার ঝুলি ভর্তি থাকা প্রাক্তন টাইগার অধিনায়ক।
হয়তো সেই হতাশা ও অভিমান থেকেই আইপিএলের এই ১৪তম আসরের নিলাম থেকে নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মুশফিক। প্রাথমিকভাবে নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করাননি তিনি।
তবে ব্রিটিশ পেসার মার্ক উড শেষ মুহূর্তে আইপিএল নিলাম থেকে নিজের নাম তুলে নেওয়ায় মুশফিকুর রহিম সিদ্ধান্ত বদলে নিলামে নাম দেন। ১ কোটি টাকার বেস প্রাইসে তিনি নাম নথিভুক্ত করেন। যদিও এবারও উপেক্ষার ছবিটা বদলায়নি।
এই নিয়ে টানা ১৪ বছর আইপিএল নিলামে অবিক্রিত থাকলেন মুশফিকুর রহিম। এবারও কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি।
টাইগার অপর দুই তারকা মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান দল পেলেও উপেক্ষিত থেকে যান মুশফিক। মুস্তাফিজুর ১ কোটি রুপিতে যোগ দেন রাজস্থান রয়্যালসে। সাকিবকে ৩ কোটি ২০ লক্ষ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। মুশফিকুরকে নিয়ে এবার বাংলাদেশের মোট ৬ জন ক্রিকেটার আইপিএল নিলামে নাম দিয়েছিলেন।
নব যুগান্তর /এসএম /এনএস